সস্ত্রীক করোনায় আক্রান্ত কাউন্সিলর বাবু, দোয়া প্রার্থনা

নারায়ণগঞ্জ মেইল: সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মানবতা ফেরীওয়ালা হিসেবে পরিচিত আব্দুল করিম বাবু। তবে করোনায় আক্রান্ত হলেও ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে তার প্রতিনিধিরা কাজ করছেন।

করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর বাবুর পুত্র ও এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েন।

রিয়েন জানান, আমার বাবা-মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জবাসীর কাছে আমি দোয়া প্রার্থণা করছি। তারা যেন দ্রুত সুস্থ্য হয়ে পুনরায় মানুষের কল্যানে কাজ করতে পারে।
উল্লেখ্য, গত বছরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণসহ সচেতন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তিনি।

করোনা পরিস্থিতির পর থেকেই বিভিন্ন ধাপে ১৭নং ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল ১৭নং ওয়ার্ডে। নিজের ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডেও খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন তিনি। তাই স্থানীয় কাউন্সিলর বাবুকে খাদ্যের ফেরীওয়ালা উপাধি দিয়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ