সিটির নতুন নিয়মে পানির জন্য হাহাকার তল্লাবাসীর

নারায়ণগঞ্জ মেইল: গত পহেলা জুন থেকে নারায়ণগঞ্জে পানি সরবরাহের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নতুন নিয়মে দৈনিক ৮ ঘণ্টা করে পানি সরবরাহ করছে। আর এই নতুন নিয়মের কারণে দুদিন যাবত তীব্র পানির সংকটে পড়েছে নারায়ণগঞ্জের বৃহত্তর তল্লা, কায়েমপুর, সবুজবাগ, খানপুর, বরফকল এলাকার মানুষ।

বুধবার (২ জুন) সরেজমিনে এসব এলাকায় গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষকে পানির জন্য হাহাকার করতে। দুদিন যাবত তারা পানি পাচ্ছেন না। পানির অভাবে খাওয়া-দাওয়া গোসল থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না তারা। আর তাই পানির জন্য এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবেন বলেও জানিয়েছেন।

তল্লা এলাকার অধিবাসী বীর মুক্তিযোদ্ধা আলী নুর অভিযোগ করে বলেন, দুদিন যাবত পানি পাচ্ছিনা। বাসাবাড়ির দৈনন্দিন কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। পাম্পের সামনে যাদের বাসা রয়েছে তারা পানি পাচ্ছে, দূরের কেউ পাচ্ছে না। এভাবে চলতে পারে না, অতি দ্রুত এর সমাধান করা উচিত।

কায়েমপুর এলাকার অধিবাসী উত্তম সাহা অভিযোগ করেন, দুদিন যাবত পানি পাচ্ছিনা। মটর দিয়েও পানি তোলা যাচ্ছে না, আর যাদের মটর নেই তাদের বাড়িতে কোনো পানিই যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আমাদেরকে পানির জন্য পথে নামতে হবে। প্রয়োজনে আমরা রাজপথ অবরোধ করবো, সিটি কর্পোরেশন ঘেরাও করার মতো কর্মসূচি দিতে বাধ্য হবো। তাই সিটি কর্পোরেশনের কাছে আবেদন জানাচ্ছি অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।

কায়েমপুর এলাকার অধিবাসী মোহাম্মদ হোসেন একই অভিযোগ করে বলেন, আগে সারাদিন পানি দেওয়ার সময়ও আমরা ঠিকমতো পানি পাই নাই। আর এখন তো মাত্র চার ঘণ্টা করে ৮ ঘণ্টা পানি দিচ্ছে। আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশেদ আলী ঝন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিটি কর্পোরেশন নতুন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কারো সাথে কোন প্রকার যোগাযোগ করেনি, একটি চিঠি দিয়ে আমাদেরকে শুধু অবহিত করেছে। দুদিন যাবত আমি এলাকাবাসীর অভিযোগ শুনছি। এলাকাবাসীর যেকোন সমস্যায় আমি তাদের পাশে থাকবো।

প্রসঙ্গত, একসময় ঢাকা ওয়াসার দায়িত্বে থাকা পানি সরবরাহ ব্যবস্থা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বে আসার পরে গত পহেলা জুন থেকে দৈনিক ৮ ঘণ্টা করে পানি দেয়ার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা পানি সরবরাহ করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ