নারায়ণগঞ্জ মেইল: করোনা দুর্যোগে ঘরবন্দী শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে যখন মানবেতর জীবন যাপন করছে, তখন পাশে এসে দাড়িয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ। করোনার কারণে ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০০ নৌ-যান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রীর সহায়তা উপহার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মে) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারি ইউনিয়ন জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন, লঞ্চ মালিক সমিতির চেয়ারম্যান বদিউজ্জামান বাদল, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান রাজা প্রমুখ।
খাদ্য সামগ্রীর উপহারের প্রতি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, তেল ১ কেজি, ডাল ১ কেজি, এক প্যাকেট দুধ, দুই পদের সেমাই।