কাল থেকে নিজ জেলায় চলবে গণপরিবহন

নারায়ণগঞ্জ মেইল: ৬ই মে থেকে নিজ নিজ জেলায় গণপরিবহণ চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব। তবে ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এছাড়া কঠোর বিধিনিষেধ চলবে ১৬ই মে পর্যন্ত। এছাড়া কঠোর বিধিনিষেধ চলবে ১৬ই মে পর্যন্ত। মাস্ক না পরলে কঠোর ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

এর আগে, সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে বাসসহ গণপরিবহন চালুর দাবি উঠলেও দূর পাল্লার বাস ছাড়ার সময় এখনও আসেনি। তবে রাজধানীর ভেতরে গণপরিবহন চালু হতে পারে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার (৩ মে) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ