আলোচনায় নারায়ণগঞ্জের হোয়াইট হাউস!

নারায়ণগঞ্জ মেইল: বিভিন্ন ইস্যুতে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতায় নেতায় দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরেই। বিভিন্ন ইস্যুতে নেতারা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে আসছেন। তবে এবার একটি বাড়িকে কেন্দ্র করে নতুন ইস্যু তৈরী হয়েছে। বাড়িটিকে কেউ কেউ নারায়ণগঞ্জের হোয়াইট হাউস বলেও আখ্যায়িত হরেছেন। এনিয়ে নতুন করে বিতর্কও শুরু হয়েছে।

জানা গেছে, কমিটির পদ-পদবী, ত্বকী হত্য, হকার ইস্যুসহ বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভী। সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর দ্বন্দ্বের কারণে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। শামীম-আইভীর দুই বলয় ছাড়াও তাদের মধ্যে বিরোধকে চাঙ্গা রেখে সুবিধা আদায় করতে সরব রয়েছে তৃতীয় বলয়টি। তবে তৃতীয় বলয়ের নেতারা অনেকটা কর্মী শূণ্য। শামীম-আইভীর দ্বন্দ্বে ‘ঘি’ ঢেলে দেয়াটাই তৃতীয় পক্ষের কাজ। তৃতীয় পক্ষের কারণে শামীম আইভীর দ্বন্দ্ব নিরসন অনেকটা অনিশ্চিয়তার দিকে রয়েছে।

সূত্রে প্রকাশ, ২০১৮ সালের ১৬ জানুয়ারী হকার ইস্যুকে কেন্দ্র করে শামীম-আইভীর অনুসারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষের পর এখনো পর্যন্ত শামীম-আইভীর অনুসারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা না ঘটলেও বিভিন্ন ইস্যুতে দুই বলয়ের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ মেয়র সেলিনা হায়াত আইভীর বিলাসবহুল বাড়ি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে দুই বলয়ের নেতারা। মূলত শামীম ওসমান সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো’তে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি নির্মাণের অর্থ নিয়ে প্রশ্ন তোলেন। এরপর মেয়র আইভীর অনুসারিরা পাল্টা বক্তব্য দিচ্ছেন। মেয়র অনুসারিরা ছাড়াও তৃতীয় বলয়ের নেতারাও সরব রয়েছেন।

তবে শামীম ওসমানের বক্তব্যের দেড় মাস আগেই মেয়র আইভীর বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। তিনি ফেসবুক স্ট্যাটাসে মেয়র আইভীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় সৎ আইভী আপা, যার জীবনে কোন অসৎ কাজ করেননি। যিনি অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করেন, যার ব্যাংকে কোন ব্যাংক ব্যালেন্স নেই তার এই দরীদ্র মহল দেখে আমরা অত্যন্ত আনন্দিত। বলে রাখা ভালো, ওনার বাবারও কোন ধন সম্পদ ছিলো না, অত্যন্ত সৎ লোক ছিলেন। এই প্রাসাদ মনে হয় আসমান থেকে দান করেছেন বাবা ও মেয়ের সততার কারনে। বিঃ দ্রঃ দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনারা ওনার মতো সৎ থাকলে আপনারাও এমন গাইবি প্রাসাদ পাবেন। এরপর শামীম ওসমান বলয়ের নেতারা মেয়র আইভীর বিলাসবহুল বাড়ি নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছে।

এদিকে শামীম ওসমান সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ি নির্মাণের অর্থ নিয়ে প্রশ্ন তোলার পর শামীম ওসমানের কথার সাথে একমত পোষণ করেছেন খোকন সাহা। খোকন সাহা দাবী করেছেন, বিভিন্ন সময় নিজেকে সম্পদহীন দাবি করা মেয়র, নারায়ণগঞ্জের হোয়াইট হাউস নামে খ্যাত বিশাল প্রাসাদে থাকেন। বাড়িটি কার? নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন? এই রকম বাড়ি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী ও প্রেসিডেন্টেরও নাই। সবই কি আলাদিনের চেরাগ? এই বিষয়ে কিছু বলেন একাধিকবার প্রেসিডেন্ট সাহেব।’

অন্যদিকে শামীম পন্থীদের দেয়া এই বক্তব্যের প্রতিবাদ করেছে মেয়র আইভীর অনুসারিরা। ইতিমধ্যে তৃতীয় বলয়ের নেতা হিসেবে পরিচিত জেলা মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, আব্দুল কাদির, এড. আনিসুর রহমান দিপু, আবু সুফিয়ান মেয়রের পক্ষে স্থানীয় গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। তবে বিগত সময়ে যে কোন বিষয়ে মেয়র আইভী সরাসরি বক্তব্য দিলেও বিলাসবহুল চুনকা কুটির নিয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেননি মেয়র সেলিনা হায়াত আইভী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ