এসপি জায়েদুলে সন্তুষ্ট নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ মেইল: ২০১৯ সালের ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন জায়েদুল আলম। জায়েদুল আলম যোগদানের ১৬ মাসেই পাল্টে দিয়েছেন নারায়ণগঞ্জের চিত্র। অপরাধীদের অভয়ারণ্য হিসিবে পরিচিতি পাওয়া সেই নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। পুলিশ সুপারের কঠোরতায় ভয়ঙ্কর অপরাধীরাও নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে। যার ফলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে। পাশাপাশি পুলিশী সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের কারণে এসপি জায়েদুল আলমে সন্তুষ্ট নারায়ণগঞ্জবাসী।

জানা গেছে, নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর পরই এজেলার বিতর্কিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যারা সাধারণ মানুষদের হয়রানি করত তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ইমেজ ক্লিন হয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সাথে সাধারণ মানুষের দূরত্ব কমেছে। করোনা পরিস্থিতিতে গত একবছর ধরে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকার কঠোর লকডাউন ঘোষনার পর পুলিশ সুপার জায়েদুল আলম নিয়তিম মনিটরিং করেছেন। শুধু তাই নয়, লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেছেন তিনি।

গত বছরের এপ্রিল মাসে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে নারায়ণগঞ্জবাসী যখন ঘরে বন্দি তখন তাদের নিরাপত্তা নিশ্চিত ও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল জেলা পুলিশের সদস্যরা। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছিলেন তারা, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। এছাড়াও থানাতে সাধারণ ডায়েরী, অভিযোগ কিংবা মামলা করতে এখন আর এক টাকাও প্রয়োজন হয় না। শুধু তাই নয়, পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে যোগদানের পর পুলিশের গ্রেফতার বানিজ্য অনেকটাই বন্ধ হয়ে গেছে। কোন পুলিশ সদস্য নিরিহ কাউকে হয়রানি করছে এমন খবর পাওয়ার সাথে সাথে ঐ অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণে অন্যান্য পুলিশ সদস্যরা শতভাগ সেবা নিশ্চিত করতে কাজ করছে ।

অভিজ্ঞ মহল বলছে, মানুষ মানুষের জন্য, মাত্র একজন মানুষের আন্তরিক প্রচেষ্টায় বদলে যেতে পারে কোন অবহেলিত জনপদের জীবনযাত্রা। ঘুরে দাঁড়াতে পারে যুব ও তরুণ সমাজ। ইচ্ছা থাকলে যুগ যুগ ধরে অবহেলিত হয়েও নিজ প্রচেষ্টায় কর্মক্ষম মানুষ গাইতে পারে জীবনের জয়গান। বদলে দেয়ার অসাধ্যকে সাধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। কেননা পুলিশ সুপারের কঠোরতায় অপরাধীদের জনপদ হিসেবে পরিচিত সেই নারায়ণগঞ্জ এখন নিরাপদ নগরী হিসেবে পরিচিতি পেয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম নারায়ণগঞ্জ মেইলকে জানান, সাধারণ মানুষের কাছে পুলিশী সেবা নিশ্চিত করতে কাজ করার চেষ্টা করেছি। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা কতটুকু পূরণ করেছি তা জানিনা। তবে আমরা চেষ্টা করেছি নারায়ণগঞ্জে অপরাধমুক্ত সমাজ উপহার দিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ