করোনায় না:গঞ্জে মোট মৃত্যু ২০৬, আক্রান্ত ১২৫৮৪

নারায়ণগঞ্জ মেইল: করোনায় নারায়ণগঞ্জে গত ৪৮ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) ৬৫ জন আক্রান্ত হলেও কেউ মারা যায়নি। আজ শনিবার (২৪ এপ্রিল) ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ৪৯ জন। শনিবার (২৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন অফিস এসব তথ্য জানায়।

জেলায় এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫৮৪ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সর্বোচ্চ। এ এলাকায় মারা গেছেন ১০৫ জন। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ সদর এলাকা। এ উপজেলায় মারা গেছেন সংখ্যা ৩৯। সোনারগাঁয় মারা গেছেন ৩৬ জন।

 

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ