কাউন্সিলর বাবুলের মৃত্যুতে অ্যাডভোকেট সাখাওয়াতের শোক

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমরসুল পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল (৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজিউন।

সোমবার (১৯এপ্রিল) সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।

নাসিক কাউন্সিলর ও বিএনপি নেতা কামরুজ্জামান বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ