না:গঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

নারায়ণগঞ্জ মেইল: ‘মুজিববর্ষের শপথ করি প্লাষ্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে প্রথমে র‌্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টায় নারয়ণগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গণে একটি র‌্যালি ও পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী বলেন, ভোক্তাদেরকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। তাদের সচেতন হতে হবে। সেই সাথে প্লাষ্টিক ব্যবহার কমাতে হবে। প্লাষ্টিকের কারনে আমাদের পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হয়। আমরা সবাই মিলে প্লাষ্টিক ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে উৎসাহ করবো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ, জেলা ভোক্তা অধিকার সহকারি পরিচালক সেলিমুজ্জামান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ