ড্রেনের ময়লা ফুটপাতে, দূর্গন্ধের সাথে ছড়াচ্ছে রোগ জীবাণু

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ শহরের প্রধাণ সড়কের পাশে ফুটপাতে ড্রেনের ময়লা উঠিয়ে স্তুপ করে রাখায় পথ চলতে বিপাকে পরছেন পথচারীরা। তাছাড়া খোলা আকাশের নীচে ময়লা পরে থাকায় দূর্গন্ধের সাথে ছড়াচ্ছে নানা প্রকার রোগ জীবাণু। গত কয়েক দিন যাবত নগরীর ডিআইটি থেকে চাষাঢ়া পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের দুপাশের ফুটপাতের উপর ড্রেনের ময়লা উঠিয়ে রেখেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এবং তা পরে রয়েছে ফুটপাতের উপরেই। তাই ভুক্তভোগী পথচারীরা দ্রুত এসব ময়লা অপসারনের দাবি জানিয়েছে।

জানা যায়, চলমান করোনা মহামারি থেকে রক্ষা পেতে সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাছাড়া পরিস্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ। কিন্তু নারায়ণগঞ্জ শহরে এসে সেসব নীতিকথা আর খাটে না, সব উল্টে যায়। শহরের চারদিকে ছড়ানো ছিটানো ময়লার দূর্গন্ধে পথ চলতে হয় নাক চাপা দিয়ে। গৃহস্থালী বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা না থাকায় শহরের প্রধান প্রধান সড়কেই ময়লা পরে থাকতে দেখা যায়। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নগরবাসীকে রীতিমত ভুগতে হচ্ছে বছরের পর বছর ধরে।

এদিকে গত কয়েকদিন যাবত গৃহস্থালী বর্জ্যরে সাথে ড্রেনের ময়লার দূর্গন্ধও সইতে হচ্ছে নগরবাসীকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেনের ময়লা পরিস্কার করে তা শহরের ফুটপাতেই ফেলে রেখেছে, তা পরিস্কার করছে না। ফলে পথচারীদের পরতে হচ্ছে নিদারুন দূর্ভোগে। দ্রুত এসব ময়লা পরিস্কার করে নগরবাসীকে পরিত্রান দেওয়ার আহবান ভুক্তভোগী পথচারীদের।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপকের মোবাইল ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ