নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ শহর এখন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। শহরে প্রতিদিনই অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিগত দিনে ছিনতাইকারীদের গ্রেফতারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করলেও বর্তমানে তা দেখা যায় না। যার ফলে অহরহ ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। আর ছিনতাইয়ের ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই থানা অভিযোগ করেন না ভোক্তভোগীরা। কেননা থানায় অভিযোগ করলেও মামলা নেয়া হয়না বলে অভিযোগ রয়েছে। এর ফলে ছিনতাইকারীরা আরো কেপরোয়া হয়ে উঠেছে। গত বছর ছিনতাইকারীদের ছুড়ির আঘাতে একজন ব্যবসায়ীদের মৃত্যুও হয়েছিল। ঐ ঘটনার পর ছিনতাই রোধে পুলিশ বেশ কয়দিন তৎপর থাকলেও বর্তমানে ছিনতাই কারীদের গ্রেফতারে তৎপর নেই বললেই চলে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই উঠে আসছে শহরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগীর আর্ত চিৎকার।
জানাগেছে, শহরে চাষাড়া, ২নং রেলগেট আগে ডাচ্বাংলা ব্যাংকের পাশে, দিগুবাবুর বাজারের মোড়, কালীর বাজার ফেনস মার্কেটের সামনে, উকিলপাড়ার মোড়, বাস স্ট্যান্ড, সুগন্ধা প্লাসের সামনে, করিম মার্কেটের মোড়, মাসদাইর ঈদগা সংলগ্ন, দেওভোগ পানিট্যাংকির মোড়ে, বিসিক শিল্পনগরীতে, নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড লিংকরোড সড়কে এবং শহরের পঞ্চবটি থেকে জামতলা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বেড়েছে ছিনতাইকারীদের উৎপাত। আগে থেকেই এ ধরনের ছিনতাই চলতে থাকলেও বর্তমানে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। কিন্তু এখন আবারো নতুন করে পুরোদমে শুরু হয়েছে ছিনতাই। শুধু ছিনতাই করেই এখন ক্ষান্ত হয় না ছিনতাইকারীরা। একই সাথে আক্রান্তদের ছুরিকাঘাত করা, তাদের মারধর করা এমনকি হত্যা করার মত রোমহর্ষক ঘটনাও ঘটছে বিগত সময়ে।
গত বুধবার রাতে একজন কর্মজীবী বাসা ফেরার পথে দিগুবাবুর মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছুড়ির ভয় দেখিয়ে তার কাছ থেকে ছয় হাজার তিনশ টাকা ছিনিয়ে নিয়ে যায়। একইদিন শিবু মার্টেটের সামনে একজন ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সম্প্রতি দেওভোগ পানিট্যাংকির মোড়ে এক যুবককে ছুড়ির আঘাত করে মোবাইল ও নগর অর্থ ছিনিয়ে নিয়েছিল ছিনতাইকারীরা। মূলত শহরে অহরব ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যা নিয়ে নগরবাসী বিপাকে রয়েছেন। এব্যাপারে পুলিশের তেমন কোন তৎপরতা দেখা না যাওয়ায় নগরবাসী হতাশ।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল নারায়ণগঞ্জ মেইলকে বলেন, ছিনতাই প্রতিরোধে আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আজকে থেকে বিশেষ অভিযান পরিচালিত হবে।