ভাগ্নে ইমনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

নারায়ণগঞ্জ মেইল: শহরের দুই নং রেল গেইট এলাকায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবসা করে আসছিল ইমন। সম্প্রতি ফকিরটোলা মসজিদের বিপরীত পাশে অবস্থিত ইমন স্টোরের নামে বিদ্যুৎ মিটার নিয়ে নিজেদের দোকানে স্থাপন না করিয়া বাহিরে স্থাপন করায় মিটার জব্দ করা হয়েছিল। এরআগে শহরের দুই নং রেল গেইট বঙ্গবন্ধু সড়কের আর.আর. বিকল্প বিদ্যুৎ ব্যবসায়ী সালেহ আহমেদ রবিনের ডিপিডিসি থেকে অনুমদিত মিটারের তার রাতের আধারে কর্তন করে নিয়ে যায় ফকির তলার নিবাসী বাবু মিয়ার বড় ছেলে মোঃ ইমরান ওরফে ভাগ্নে ইমন ও তার ছোট ভাই শিপন, সাগর, সৌরভ সহ অজ্ঞাত একদল সন্ত্রাসী বাহিনী। সেই সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসা সালেহ আহমেদ রবিন এর কাছ থেকে চাঁদা দাবি করে অন্যথায় তাকে ব্যবসা বন্ধ রাখতে বলেন, নয়তো জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। একই সাথে একদল সন্ত্রাসী যাদের বয়স বেশিরভাগই ১৭/১৮ বছরের নিচে। এই কিশোর গংদের দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে একের পর এক মহরায় আতংকিত পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এঘটনায় সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী রবিন জানান, আমি দীর্ঘদিন সন্মানের সহিতে সবার সাথে মিলেমিশে ব্যবসা পরিচালনা করে আসছিলাম, কিন্তু কিছুদিন যাবত ফকির তলার ইমন জিনি নাকি নিজেকে পুলিশের এসপির ভাগ্নে হিসেবে পরিচয় দিয়ে নানাব ভাবে আমায় ভয়ভীতি দেখিয়ে আসছে। ইমনের এই কিশোর গ্যাংয়ের যন্ত্রনায় আমি সহ আমার আশেপাশের সব ব্যবসায়ীরা অতিষ্ট ও আতংকিত। অভিযোক্ত ইমন ও তার আপন ছোট ভাই শিপন নিজেদের নারায়ণগঞ্জের সাবেক এক সমালোচিত এসপির ভাগ্নে পরিচয় দিয়ে অধিপত্য বিস্তার করে যাচ্ছে অনেক দিন যাবত। তাদের নিয়ন্ত্রনে এক বিশাল কিশোর গ্যাং এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত, এবং আশেপাশের দোকানে বাকি খেয়ে টাকা না দেওয়া, চাঁদাবাজি, ইভটিজিং সহ নানান অপকর্ম করে বেড়ায় প্রকাশ্যে। জানাগেছে, কথিত এক নেতার শেল্টারে ইমন বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ