নারায়ণগঞ্জ মেইল : অমর ২১ শে ফেব্রুয়ারি বেলা ১১টায় রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিবু মার্কেট মোড়ে বিশাল বর্ণমালা মিছিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদী।
.
মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদী বলেন , পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশই তাদের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিলো। ভাষা শহীদদের সেই আত্মত্যাগের থেকেই বাঙ্গালীরা দেশের সার্বভৌমত্ব ও অন্যান্য অধিকার আদায়ের অনুপ্রেরণা লাভ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেই মাতৃভাষাকে আজ অনেকটাই অবমূল্যায়ণ করা হয়।
বাঙ্গালী জাতিসত্ত্বাকে বিসর্জন দিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে দেশের সিংহভাগ নাগরিক ভাষার সঠিক চর্চা থেকে দূরে আছে।
.
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান বলেন , কথা বলার সময় বাংলা ভাষার মধ্যে ইংরেজী শব্দের প্রয়োগ চর্চা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন ও রেডিও মিডিয়ায় উপস্থাপকদের উপস্থাপনার সময় ইংরেজি শব্দের অধিক প্রয়োগ বাংলা ভাষার সঠিক চর্চাকে ব্যহত করছে।
ভাষার মর্যাদা রক্ষার্থে আমাদেরকেই সম্মিলিতভাবেই এগিয়ে আসতে হবে।
পাশাপাশি রাষ্ট্র ও জনগণের অধিকার আদায়ের জন্য বাক স্বাধীনতার চর্চাকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা চলছে। আমাদের সবাইকে এর ব্যাপারে সজাগ থাকতে হবে।
.
সমাবেশ শেষে শিবু মার্কেট থেকে বিশাল বর্ণমালা মিছিলটি যাত্রা শুরু করে জেলা জর্জ কোর্টের সামনে এসে মোনাজাতের মাধ্যমে মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়।
.
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, ছিলেন ইসলামী যুব আন্দোলন নাঃগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নাঃগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, জাতীয় শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক ক্বারী মাওলানা রেজাউল করীম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নাঃগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান,সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী , দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর ,প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান,অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলী, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ সোহাগ আব্দুল্লাহ,কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ আবু রায়হান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ,সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম ও সদস্য মুহাম্মাদ মাহমুদুল হাসান সহ আরো অনেকে।