একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো না’গঞ্জবাসী

নারায়ণগঞ্জ মেইল: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী মায়ের ভাষার দাবি আদায়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে বীর শহীদরা বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতিবছর এ দিনটিতে ভাষা শহীদদের জন্য নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুরো বাঙালি জাতি।

বরাবরের মত এবারও একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরপর নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এর নেতৃত্বে পুলিশ বাহিনী ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতির বীর সন্তানদের।

এই দুজন সংস্থা শ্রদ্ধা জানানোর পর কোন প্রকার শৃংখলা ছিল না শহীদ বেদীর চারপাশে। যদিও করোনা পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা ছিল স্বাস্থ্য বিধি মেনে এক সঙ্গে ৫ জন পর্যন্ত শহীদ বেদিতে ফুল দিতে পারবে। কিন্ত স্বাস্থ্য বিধির কোন বালাই ছিল না শহীদ মিনার প্রাঙ্গনে। কে কার আগে ফুল দিবে এ নিয়ে হৈ হুল্লোর, বিশৃংখলা ছিল চোখে পড়ার মতো। ধাক্কা-ধাক্কির মধ্যে বিভিন্ন সংগঠন ও সংস্থাকে শহীদ বেদিতে ফুল দিতে দেখা গেছে। এসময় অনেককে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন সরকারী বেরসকারী সংস্থা, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ