আইভীর সব অর্জণ করোনায় বিসর্জন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অত্যন্ত জনপ্রিয় মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর সাম্প্রতিক কর্মকান্ডে হতাশ নগরবাসী। পরপর তিনবারের মেয়র আইভীর আকাশচুম্বি গ্রহনযোগ্যতা একদিনে তৈরী হয়নি। দিনের পর দিন নগরবাসীর বিভিন্ন চাহিদা পূরণের মাধ্যমে আজ এ পর্যায়ে এসে পৌছেছেন তিনি। বিশেষ করে বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে আইভীর তাৎক্ষণিক নেয়া পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে সর্বত্র। মন্ডলপাড়ার ট্রাক স্ট্যান্ড সরানোর সময়ে নারী হয়ে কোমরে আচল পেচিয়ে যেভাবে তেড়ে গিয়েছিলেন মেয়র আইভী, তা কি এতো সহজে ভুলতে পারবে নগরবাসী।


তবে আইভীর সেই পুরানো চরিত্র আর খুঁজে পাওয়া যাচ্ছে না চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায়। দূর্যোগকালীণ গত চারমাসে প্রায় হাত পা গুটিয়ে বসেছিলেন নারায়ণগঞ্জের নগরমাতা। এক মুঠো চাল কিংবা একটা হ্যান্ড স্যানিটাইজার কারো হাতে তুলে দিতেও তিনি রাস্তায় নামেননি। বরং যে নগরবাসী বারবার তাকে ভালোবেসে ভোট দিয়ে মেয়র বানিয়েছে, তাদের সাথেও ফোনে খারাপ আচরণ করেছেন তিনি। ফলে নগরবাসী আক্ষেপ করে বলছেন আইভীর এতোদিনের সব আর্জণ করোনায় বিসর্জন হয়ে গেলো।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী পেশায় একজন চিকিৎসক। একজন জনপ্রতিনিধির পাশাপাশি একজন চিকিৎসক হওয়ায় বর্তমান করোনা মহামারিতে আইভীর কাছে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা ছিলো আকাশচুম্বি। কিন্তু মেয়র হিসেবে জনগনের পাশে দাড়ানোর বা দুস্থ্য অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়ানোর কথা থাকলেও লকডাউনের সময়ে বাসা থেকেই বের হননি তিনি। যে নারায়ণগঞ্জবাসী বারবার ভোট দিয়ে সেলিনা হায়াত আইভীকে মেয়র নির্বাচিত করেছেন, চরম দু:সময়ে তারা তাদের সেই প্রিয় মেয়রকে খুঁজেই পেলেন না। লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজের হাতে এক মুঠো চাল দিতেও দেখা যায়নি তাকে। সরকারী ত্রাণের পাশাপাশি জনপ্রতিনিধিরা তাদের ব্যক্তিগত তহবিল থেকেও সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকলেও নাসিক মেয়র আইভী সে কাজটিও করেননি।


একজন জনপ্রতিনিধির পাশাপাশি সিটি মেয়র আইভী একজন চিকিৎসক। নামের আগে সব সময় ডা: কথাটি লেখা থাকলেও নারায়ণগঞ্জবাসী তার চিকিৎসা সেবা কখনো পাননি তাই এবার ভয়াবহ করোনা ভাইরাসের প্রকোপে নগরবাসী ভেবেছিলো চিকিৎসক আইভীর সেবা পাবেন নারায়ণগঞ্জবাসী। কিন্তু তাদের সে আশায়ও গুড়েবালি দিয়েছেন নাসিক মেয়র। সারা দেশের চিকিৎসক সমাজ যেখানে মৃত্যু ভয়কে উপক্ষো করে করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইনার হিসেবে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, সেখানে ডা: সেলিনা হায়াত আইভী নিজেকে গুটিয়ে রেখেছেন নিজ বলয়ে।


জানা গেঝে, বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে লক ডাউন শেষ হলেও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না যেতে এবং সকল প্রকার জন সমাগমকে নিরুৎসাহিত করতে পুলিশের পাশাপাশি সড়কে কাজ করছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জবাসীকে করোনার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং লক ডাউনে অসহায় কর্মহীন সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। যে যেভাবে পারছেন এই দূর্যোগ মোকাবেলায় সর্ব শক্তি নিয়োগ করছেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সরকারী ত্রাণ বিতরণ আর শহরে কিছু জীবানুনাশক ছিটিয়ে দেয়া ছাড়া করোনা প্রতিরোধে নাসিকের আর কোন কার্যক্রম নজরে আসেনি নগরবাসী যা ক্ষুব্দ করেছে তাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ