নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবসে চাষাঢ়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। তবে সেখানে উপস্থিত ছিলেন না সংগঠনের অভিভাবক এড. আবুল কালাম আর সাধারণ সম্পাদক এটিএম কামালতো বছর খানেক হতে চললো দেশত্যাগী। মহানগর বিএনপির মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠন চলছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ: সবুর সেন্টুর নেতৃত্বে। বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেরও তার নেতৃত্বেই বিজয় স্তম্ভে ফুল দেয় নেতাকর্মীরা। তবে সেখানে উপস্থিত লাঙল মার্কা বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম রাজপথের কর্মসূচিতে কোনকালেই খুব একটা সক্রিয় ছিলেন না। তার বাড়িতে কোনো কর্মসূচি পালিত হলে কদাচিৎ তার দেখা মিলে। আর সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রায় বছরখানেক হতে চললো সুদুর আমেরিকায় অবস্থান করছেন। এমতাবস্থায় রাজনৈতিক কর্মসূচিগুলোতে অভিভাবক ছাড়াই খুড়িয়ে খুড়িয়ে চলতে থাকে তাদের কার্যক্রম। বাঙ্গালীর স্বাধীকার প্রতিষ্ঠার দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেও তেমনি গতানুগতিক ছন্নছ্ড়া মহানগর বিএনপিরই প্রদর্শণী হয়ে গেলো চাষাঢ়া বিজয় স্তম্ভে।
তবে এদিন মহানগর বিএনপির ব্যানারে ফুল দিতে দেখা গেছে বিতর্কিত নেতা আতাউর রহমান মুকুলকে। সংগঠনের সহ সভাপতি পদ থাকলেও তিনি কখনো বিএনপির কর্মসূচি পালন করতেন না। বরং সরকারী দলের বিভিন্ন অনুষ্ঠানে এমপি মন্ত্রীদের সাথেই তার সময় কাটতো। সরকারী দলের দলের একটি অনুষ্ঠানে তিনি মঞ্চে বসা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কুকুর বলে গালি দিলেও তিনি তা বেমালুম হজম করে যান, কোন প্রতিবাদ করেননি। তাছাড়া সরকারী দলের নেতাকর্মীদের সাথে ফুলের নৌকা হাতে তার ছবিও বেশ বিতর্কের জন্ম দিয়েছিলো। সর্বশেষ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা আতাউর রহমান মুকুল সরাসরি দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন এবং বিএনপির এজেন্টদের মেরে কেন্দ্র থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে। সেই বিতর্কিত নেতা মুকুলকে মহানগর বিএনপির ব্যানারে ফুল দিতে দেখে তাই ক্ষোভ প্রকাশ করতে গেছে নেতাকর্মীদের। তাছাড়া বন্দর উপজেলা চেয়ারম্যানের পদ হারানোর পর থেকে বিএনপিতে ঘেঁষতে শুরু করেছেন এই সুবিধাবাদী নেতা। ইতিমধ্যেই তার পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে নারায়ণগঞ্জ শহর। আর এসব কিছুকেই ভালো চোখে দেখছেন না নেতাকর্মীরা বরং কোনো অশুভ ইঙ্গিতই বলে ধারনা তাদের। তাই অবিলম্বে আতাউর রহমান মুকুলের মতো লাঙল মার্কা বিএনপি নেতাদের সময় থাকতেই প্রতিহতের আহবান তাদের।