ছাত্রলীগ নেতা তোফার ‘ডোপ টেস্ট’ রিপোর্ট নেগেটিভ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক তোফা আহম্মেদের একটি মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তার ডোপ টেস্ট করার নির্দেশ দিয়েছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু। একই সঙ্গে এক বিজ্ঞপ্তিতে তার বাবা-মায়ের লিখিত দরখাস্ত কমিটির দফতর সেলে জমা দিতে বলা হয়েছিল। তারই ধারাবাহিগতকায় রবিবার ডোপ টেস্ট রিপোর্ট জমা দিয়েছে তোফা। আর ডোপ টেস্টে নেগেটিভ রির্পোট এসেছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। একই সাথে মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক তোফা আহমেদের পক্ষে তার বাবা মির্জা হাসানুজ্জামান ও মাতা শায়লা আক্তার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন দাবী করে তোফার শিক্ষাজীবন ও এবং উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে সুষ্ঠু তদন্তের আবেদন করেছেন। ওই আবেদনে তোফার বাবা মির্জা হাসানুজ্জামান ও মাতা শায়লা আক্তার উল্লেখ করেন, তাদের সন্তান মির্জা তোফা আহমেদ তোলারাম কলেজের রসায়ন বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্র। একাদশ শ্রেণি অধ্যয়নরত অবস্থায় আজ থেকে ৬ বছর পূর্বে কিছু বন্ধু বান্ধবের ছলনার শিকার হয়ে সে কিছু ছবি তুলে যা বিভিন্ন গণমাধ্যমে পৌছায়। কিন্তু তার পড়াশোনার উন্নতি এবং চলাফেরায় সে মোটেও এরকম নয়। তোফার বাবা ও মা এটা নিশ্চিত সে মাদকাসক্ত নয় ও মাদকের সাথে লিপ্ত কোনো কর্মকান্ডে সে জড়িত নয়। গণমাধ্যমের এই সংবাদ সম্পূর্ণরূূপে ভিত্তিহীন। অতএব সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের বিনীত প্রার্থনা তাদের সন্তানের শিক্ষাজীবন ও উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে গণমাধ্যমের এই ভিত্তিহীন সংবাদের সুষ্ঠু তদন্ত করে যেন যথযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ