নারায়ণগঞ্জ মেইল: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া ও শীতবস্তু বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর এলাকায় এই আয়োজন করা হয়।
১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর খান চঞ্চল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী সেজান, সহ-সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি শাহীন মাদবর, যুগ্ম সম্পাদক বাবু প্রধান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ, যুবদল নেতা আলফু প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হলেন এডভোকেট আবুল কালাম। আপনারা সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে থাকবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ধানের শীষের জন্য দোয়া করবেন।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানসহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
