অবশেষে খালেদা জিয়ার নামে খোরশেদের কর্মসূচি পালন!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে বিএনপি-যুবদলের ব্যানার ব্যবহার না করে নিজের ব্যক্তিগত পরিচয়ে কর্মসূচি পালনের অভিযোগ ছিল নেতাকর্মীদের। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির কাছেও এই অভিযোগ পেশ করেন সুপার ফাইভের নেতারা। করোনাকালীন সময়ে টিম খোরশেদ নাম দিয়ে লাশ দাফন এবং ত্রাণ বিতরণের কর্মসূচি একের পর এক পালন করলেও খালেদা জিয়া কিংবা তারেক রহমানের নামে কিংবা বিএনপি-যুবদলের ব্যানারে কোনো কর্মসূচি পালন করেননি খোরশেদ। অবশেষে দীর্ঘদিন পর যুব দলের ব্যানারে দেখা গেল খোরশেদকে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুবদলের ব্যানারে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে শুক্রবার ২৩ অক্টোবর বন্দর থানার বিভিন্ন পূজা মন্ডপে ৮০০ দুস্থ্য হিন্দু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, মহানগর যুবদলের সহ-সভাপতি রানা মজিব, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি সোহেল খান বাবু, মিজানুর রহমান, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, রাসেল মাহমুদ, মিজানুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ