সেলিম ওসমানের দালাল হিসেবে গর্ববোধ করা শকুও বিএনপি নেতা!

নারায়ণগঞ্জ মেইল: পতিত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বিতর্কিত নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সেই ড্যামি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকুকে।

২০২৪ সালের ২৪ জানুয়ারি শহরের ডন চেম্বারে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বহিষ্কৃত বিএনপি নেতা ও তৎকালীন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছিলেন, আমাকে অনেকে সেলিম ওসমানের দালাল বলে। সেলিম ওসমানের দালাল হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। দল যার যার সেলিম ওসমান সবার।

শকুর সেদিনের সেই বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিলো। কারণ আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলো তার বিন্দুমাত্র আঁচও লাগেনি শকুর শরীরে। বরং সে সময় গডফাদার সেলিম ওসমান আর শামীম ওসমানের সাথে বুক ফুলিয়ে নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেড়িয়েছেন শকু। বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকেও সরকার বিরোধী মিটিং মিছিলে কখনো তাকে দেখা যায়নি। পুলিশের ভয়ে বিএনপি নেতা কর্মীরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও শওকত হাসেম শকু বহাল তবিয়তে নিজ বাড়িতে ঘুমিয়েছেন।

অতি সম্প্রতি শওকত হাশেম শকুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিএনপি। বিএনপির এই সিদ্ধান্তে হতাশা দেখা দেয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে। দলের চরম দুঃসময়ে যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো এবং সরকারি দলের সাথে আঁতাত করে সুবিধা ভোগ করেছে, তাদেরকে পুনরায় দলে ফিরিয়ে নেয়া ত্যাগী কর্মীদের সাথে উপহাস করার সামিল বলে মনে করে তৃণমূল।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ