মহান বিজয় দিবসে যুবদল নেতা সাইদুর রহমানের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইদুর রহমান । শুভেচ্ছা বার্তায় তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সাইদুর রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এই বিজয় আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।


তিনি আরো জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ