নারায়ণগঞ্জ মেইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলছেন বিএনপির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিলো নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীদের। তবে এই তালিকায় নাম ছিল না শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের। গত ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছেন তিনি কিন্তু শেষ সময়ে এসে ছিটকে গেলেন মনোনয়নের রেস থেকে।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাওসার আশা এবং শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে ডাকা হয় গুলশান কার্যালয়ে।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ৫ নেতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
আসন্ন নির্বাচনে কাউকে মনোনয়নের গ্রীন সিগনাল দেয়া না হলেও রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়েছে।