গ্রীন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ৫ নেতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে তাদেরকে ডেকে নিয়ে এই নির্দেশনা প্রদান করা হয়। এ সময় কাউকে মনোনয়নের গ্রীন সিগনাল দেয়া না হলেও রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাওসার আশা এবং শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে দেখে এই নির্দেশনা দেয়া হয়।

এ সময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। স্বৈরাচারী হাসিনা সরকারের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আপনাদের সকল বিষয়ে অবগত আছি। রাজপথের ত্যাগী নেতাদের মনোনয়নের জন্য মূল্যায়ন করা হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

সেখানে উপস্থিত নারায়ণগঞ্জ বিএনপি’র পাঁচ নেতা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ