মাসদাইরে আনোয়ার প্রধানের উদ্যোগে লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির অন্তর্গত  মাসদাইর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেন তিনি এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় আনোয়ার প্রধান বলেন,  স্বৈরাচারীর হাসিনা সরকার লুটপাট আর দুঃশাসনের মাধ্যমে এ দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশকে পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সুপারিশ দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে আনোয়ার প্রধান মাসদাইর বাজার এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের মা-বোনদেরকে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। সেই সাথে ছোট বাচ্চাদেরকে চিপস, জুস এবং চকলেট উপহার দেন।

‎ এ সময় আরো উপস্থিত ছিলেন মো: শহীদ যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ সদর থানা, পলাশ প্রধান সুমন সহ সাংগঠনিক সম্পাদক সদর থানা বিএনপি, আলামিন হোসাইন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ১২নং ওয়ার্ড যুবদল, মো: সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপি, মো: জীবন সাংগঠনিক সম্পাদক ১২ নং ওয়ার্ড বিএনপি, মো: বাবলু সাধারণ সম্পাদক ১১নং ওয়ার্ড শ্রমিক দল, মনু মিয়া ১২নং ওয়ার্ড বিএনপির সদস্য, ১৩ নং ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ