মডেল মাসুদকে টিপুর কড়া হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ মেইল: সদ্য বিএনপিতে যোগদান করা শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদকে হুঁশিয়ারি জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস‍্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দেয়া উচিৎ না তারপরও বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী দলে একজন শিল্পপতি যোগদান করেছেন। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি দলের গঠনতন্ত্র দেখেন আপনি ২২ সেপ্টেম্বর দলে যোগদানের পূর্বে দলের চেইন অব কমান্ড ভেঙেছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব‍্যানার নিয়ে পাল্টা কাজ করেছেন। আপনার পাশে কারা ওসমান ফ‍্যামেলির দালালেরা। যারা ওসমান ফ‍্যামেলির দালালির জন‍্য দল থেকে বহিস্কার হয়েছে। আন্দোলন সংগ্রামে যাদের কোন ভূমিকা কার্যক্রম ছিলো না বরং উল্টো নেতা-কর্মীদের ভয় দেখিয়েছেন আন্দোলন মিছিল মিটিং সহ কোন কার্যক্রমে না যাওয়ার জন‍্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বন্দর ঢাকেশ্বরী দেব মন্দিরের দুর্গা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আর বলছেন রাজনৈতিক দলে বিভক্ত করবেন না। আরে ভাই রাজনৈতিক দলে বিভক্তিতো আপনি করছেন। আপনাকে এ দায়িত্ব কে দিয়েছে? তারেক রহমান কি আপনাকে এই দায়িত্ব দিয়েছেন? আপনি মাত্র আসছেন কাজ করেন। আপনি দলে যোগদান সময় বলেছিলেন মহানগর বিএনপির নেতৃত্ব মেনে আমাদের সাথে মিলে চেইন অব কমান্ড মেনে কাজ করবেন। আপনি কি এসে আমাদের সাথে এই পযর্ন্ত যোগাযোগ করেছেন? আমাদের নেতৃত্বের সাথে মিলে কাজ করেন? আপনি করেন না।

আপনি যদি অন্য ভাবে বিএনপিকে দ্বিধা বিভক্তি করবেন তবে শুনে রাখুন যদি এমনটা করতে চান তাহলে বিগত বছর গুলোতে যারা ফ‍্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম করেছে তারা কিন্তু ছাড় দিবেনা। কোন মতেই ছাড়দিবে না। আমাদের কষ্টের মাঠে আপনি আবাদ করবেন, আবার বড বড কথা বলবেন সেটা হবেনা আপনি শিল্পপতি হন আর যেই হন আপনি অনেক কথা বলে ফেলেন। ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সারাদিন রাজনৈতিক কথা বলিনি কিন্তু ফেসবুকে আপনার বক্তব্য দেখে কিছু বলতে হচ্ছে নাহলে আপনি ধারাবাহিক ভাবেই বলতে থাকবেন।

টিপু বলেন, মহানগর বিএনপির বাইরে গিয়ে আপনি আর একটি কাইকও দিবেন না যদি চেইন অব কমান্ড ভঙ্গ করেন তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে সাংগঠনিক ভাবে আপনার বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়ার জন‍্য কথা বলবো। আপনি দলের দায়িত্বে আসেনি। যেদিন আসবেন সেদিন দায়িত্ব ছেড়ে দিব। আপনি আসেন স্বাগত জানাই আর দলকে বিভক্তি করার চেষ্টা করবেন না। ওসমান ফ‍্যামেলীর দালালদের পৃষ্ঠপোষকতা করে প্রতিষ্ঠিত করবেন না। আগে দল কাকে বলে দলের আদর্শ উদ্দেশ্য কি সেটা ভালো করে জানেন। আপনি ভালো একজন শিল্পপতি ইন্ডাষ্ট্রিয়াল হতে পারেন ২৫/৩০ বছর প্রতিষ্ঠান দাড় করেছেন আর আমরা তিল,তিল করে দলকে দাড় করেছি। আপনার প্রতিষ্ঠানটি দাবী করলে আমাদের দিবেন। আজকে যেভাবে আপনি আপনাকে বিএনপির মালিকানা দাবী করেন এতে নেতা কর্মীদের মনে আঘাত লাগে। নির্যাতিত নিপীড়িত কারাবন্দি নেতা কর্মীদের ঘামের সাথে রক্তের সাথে বেঈমানী করার স্পর্দা দেখাবেন না।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ