প্রকৃত চাঁদাবাজদের আড়াল করার চেষ্টা?

নারায়ণগঞ্জ মেইল: চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে দুই মাসের আটকাদেশও দেয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে নারায়ণগঞ্জের মানুষ সাধুবাদ জানালেও পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন।


সর্বসাধারণের মতে, যাদেরকে ধরা হয়েছে তারা খুবই নিম্ন শ্রেনির চাঁদাবাজ। ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জের চাঁদাবাজি আর দখলদারিত্ব নিয়ন্ত্রন করছেন যেসব রাঘব বোয়ালরা তারা আলোচনার বাইরেই থেকে যাচ্ছে। স্বৈরাচারি হাসিনার আমলেও প্রশপাসন এই কাজটাই করতো। আওয়ামীলীগের বড় বড় চাঁদাবাজ আর সন্ত্রাসীদের নিরাপত্তা দিতো আর দুয়েকটা ছিচকে শয়তানকে ধরে লোক দেখাতো। এবারো প্রকৃত চাঁদাবাজদেও আড়াল করতেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে প্রশাসন।


ঘটনা সূত্রে জানা যায়, ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে আর ক্ষমতার স্বাদ পায়নি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ সময়ের মধ্যে স্বৈরাচারি হাসিনা সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন দলটির নেতাকর্মীরা। ফলস্বরূপ হাসিনার পালিত পুলিশ বাহিনীর দেওয়া অসংখ্য মিথ্যা মামলার আসামী হয়ে দিনের পর দিন তাদেরকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করতে হয়েছে, জেল খাটতে হয়েছে বারবার। এতে করে তাদের অর্থনৈতিক অবস্থা বেশ নড়বড়ে হয়ে গিয়েছিলো। যারা ব্যবসা বানিজ্য করতো তাদের ব্যবসায় বড় ধরনের লোকসানের মুখে পরতে হয়েছিলো আর যারা চাকুরি করতো তাদের অবস্থাতো বলার মতো ছিলো না। তবুও তারা সুদিনের আশায় দলের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেছে নিরন্তর।


অবশেষে তাদের ভাগ্যের চাকা ঘুরে যায় ২০২৪ সালের ৫ আগষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারি শেখ হাসিনা। সেই সাথে আওয়ামীলীগের মন্ত্রী এমপি ও শীর্ষ রাজনৈতিক নেতারাও গা ঢাকা দেন। রাজনৈতিক মাঠ পুরোটাই ফাঁকা হয়ে যায়। আর এ সুযোগ পুরোটাই কাজে লাগান বিএনপির নেতাকর্মীরা। আওয়ামীলীগ নেতাকর্মীদের দখলে থাকা বিভিন্ন সেক্টর নিজেদের দখলে নিয়ে নেন তারা। রাতারাতি কাঁচা টাকা আসতে থাকে তাদেও হাতে আর বদলে যায় তাদের দিন। আওয়ামীলীগ যেখানে শেষ করেছে, বিএনপি সেখান থেকে শুরু করে।


নারায়ণগঞ্জ হচ্ছে শিল্প বানিজ্যের তীর্থভূমি। বিশেষ করে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্প নগরী, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, কাঁচপুরের শিল্প এলাকা, মেঘনা শিল্প এলাকা, নিতাইগঞ্জের খাদ্যপণ্যের পাইকারি আড়ৎ, টানবাজারের রং সুতার ব্যবসা, নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর, বিভিন্ন নদীর ঘাট থেকে শুরু করে কালীরবাজার, দ্বিগুবাবুর বাজারের কাঁচামালের ব্যবসা এমনকি শহরের ফুটপাতের হকার নিয়ন্ত্রণ পর্যন্ত চলে আসে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে।


বিভিন্ন সেক্টরের দখল নিতে বিএনপির একাধিক গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। একাধিকবার আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতেও দেখা গেছে। বিশেষ করে গত বছরের ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের বন্ধন বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে অথচ বিএনপির দলের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি, প্রশাসনও হার্ডলাইনে যায়নি।


এরপর গত ৬ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই-গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ ১২ জনেরও বেশি আহত এবং ৯টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ চলাকালে ধাওয়াপাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাং রোডে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।


খোঁজ নিয়ে জানা যায়, সাবেক এক ছাত্রদল নেতার নেতৃত্বে আদমজীর ইপিজেড এর নিয়ন্ত্রন নিতে যুবলীগ সন্ত্রাসী মতিউর রহমান মতির ক্যাডারদের নিয়ে এই হামলা চালান। এর আগে ৫ আগষ্টের পরপরই মতির সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে একাধিকবার ইপিজেড এলাকায় মহড়া দিয়েছেন সেই সাবেক ছাত্রদল নেতা। এসব ঘটনা ছবি ও ভিডিও ফুটেজ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলেও বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখায়নি আর প্রশাসনতো দেখেও কিছুই দেখেন না।


এছাড়াও নারায়ণগঞ্জের আরেক শিল্পাঞ্চল ফতুল্লার বিসিকে ঝুট সেক্টরের দখল নিয়ে বিএনপির একাধিক গ্রুপের মাঝে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। দোশ বিদেশি অস্ত্র নিয়ে বিসিকে মহড়া দিয়েছে বিএনপির একাধিক সন্ত্রাসী গ্রুপ। তাদের বিষয়েও দল কোনো ব্যবস্থা নেয়নি। তবে চাঁদাবাজির কলরেকর্ড ফাঁস হওয়ায় ফতুল্লা থানা বিএনপির এক নেতাকে বহিস্কার করেছে বিএনপি, পুলিশও তাকে গ্রেফতার করে। আর তাই বরাবরের মতো দুয়েকটা চুনোপুটি ধরে থেমে না গিয়ে ৫ আগষ্টের পর যারা চাঁদাবাজির আস্তানা খুলে বসেছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন নারায়ণগঞ্জ বাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ