নারায়ণগঞ্জ মেইল: ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে শোডাউন করেছে।
এদিন সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা ঢাকার মতিঝিলে বিআরটিসি ভবনের সামনে এসে জড়ো হয় এবং সাগর প্রধানের নেতৃত্বে তারা ব্যানার ফেস্টুন নিয়ে সুসজ্জিত হয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করে তোলে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি বের করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে বিজয় মিছিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মনজুর আলম মুসা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন প্রধান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, যুবদল নেতা মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নাদিম হোসেন, ইব্রাহিম মিয়া, হুমায়ুন কবির, রাজু, মিলন ভূঁইয়া, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, জব্বার হোসেন, মাসুদ, রিমেল, মোঃ শাহিন প্রমুখ।