নারায়ণগঞ্জ মেইল: মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদলের অন্যতম নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে শহরের উকিলপাড়া থেকে একটি বর্নাঢ্য বিজয় র্যালী বের হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগর যুবদল ( জোসেফ) আয়োজিত র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপি আয়োজিত বিজয় র্যালীর সাথে যোগ দেয়, শেষে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জোসেফ বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাবার পর মানুষ খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। খুনি হাসিনা ও তার দোসররা পালিয়ে যাওয়ায় মানুষ মন খুলে বিজয় দিবস উদযাপন করছে। আগামী দিনে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সর্বদাই প্রস্তুুত।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে তিনি বিভিন্ন ওয়ার্ড, থানা ও ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান, আমির হোসেন, আলী নওশাদ তুষার, আক্তারুজ্জামান মৃধা, বাপ্পি শিকদার,শাহীন ঢালী, সুমন ভূইয়া, মোজাম্মেল হক, আব্দুর রহিম, সোলায়মান, হারুন উর রশীদ, আলফু প্রধান, আল মামুন, মুসা, মাহমুদুল হাসান মাসুম, সাইদ মুন্সি, হাজী সাইদ, দুলাল, মাঈনুল, রুবেল, নুর প্রধান, সেলিম খন্দকার,মনা, সবুজ, মুক্ত, শাকিল, হারুন, মিম, শাহআলম, শান্ত, সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দেরা।