মহান বিজয় দিবসে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিজয় র‍্যালি ও শ্রদ্ধা

নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নগরীতে বিজয় র‍্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর মিশনপাড়া থেকে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে বিশাল বিজয় র‍্যালি করে মহানগর স্বেচ্ছাসেবক দল। বিজয় র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময়ে বিজয় দিবসের র‍্যালি থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগা আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সাহেব উল্লাহ রোমান, ভিপি নজরুল ইসলাম, দুলাল হোসেন, শাহিন আহমোদ, আজার হোসেন, মাহাদী হাসান মিঠু, রায়হান হক, রেজাউল করিম, শাকিল আহমেদ, আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমান শিকদার (দপ্তরের দায়িত্বে) হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তরের দারিতে) শরিফুর রহমান, জাকির হোসে জয়েল, সাইফুল ইসলাম, মুনতাছির রহমান স্বপন রাজা মিয়া, রুহুল আমিন, আমিনুল ইসলাম, আবদুর রহমান রানা, উজ্জল হোসেন, আক্তার হোসেন টুটুল, মিজানুর রহমান, রবিউল ইসলাম রবি, আরমান সরদার, আনিছুল হক বাবু, গোলাম মোস্তফা, মনির হোসেন (১১ নং ওয়ার্ড, রুবেল হোসেন (গোগনগর), মাহবুব হোসেন, বাধন মজুমদার, মাহাবুবর রহমান, জামাল হোসেন, মানিক ,মন্ডল, বোরহান ঢালী, লুৎফুর রহমান লিটন, ইসমাইল খান মো. আলমগীর, জুবায়ের আহমেদ রোহান, আকিব কাউসার, মনির হোসেন (১২ নং ওয়ার্ড), আনোয়ার হোসেন আনু, মো. শাহাবুদ্দিন, রোমান ইসলাম, আফসার কাজী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাষ্টার, রিপন সরকার, লুৎফর রহমান রাসেল, পাপ্পু, কবির হোসেন, ইউসুফ মোল্লা স্বপন, হাবিবুর রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন মশু, সোহেল প্রধান, সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা নুরুজ্জামান, হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ