মহান বিজয় দিবসে যুবদল নেতা কাজী সোহাগের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বন্দর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ কাজী সোহাগ ।একই সাথে মহানগর যুবদলের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে কাজী সোহাগ বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল একটি দিন। দিবসের প্রারম্ভে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিজয় দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের নির্ভীক ও অদম্য বীর শহীদদের । যাঁদের ত্যাগ জাতিকে মুক্ত করেছে পরাধীনতার শৃঙ্খল থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ