নারায়ণগঞ্জ মেইল: ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধি ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি ও কনশাস ইয়ুথ বাংলাদেশ এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার (১৮ নভেম্বর) সকালে এ আয়োজন করা হয়।
সিসিএস জেলা সমন্বয়ক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, অমিত হাসান, তারেক হাসান, অনিক খান, রিফাত হোসেন অন্তু, ফয়সাল প্রমূখ।
মানববন্ধনে জেলা সমন্বয়ক মনিরুল ইসলাম মনি বলেন,
কোল্ডস্টোরেজ মালিকরা ও অসাধু ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট তৈরি করে আলুর দাম অযৌক্তিক ভাবে বৃদ্ধি করছে। তারা ভোক্তাদের জিম্মি করে অধিক দামে আলু বিক্রি করছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হোক। প্রয়োজনে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আলুর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ।
এছাড়াও মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশে বার্ষিক আলুর চাহিদা ৯০ লাখ টন, উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি, দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে মজুদ রয়েছে ৪০ লাখ টনেরও বেশি যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি।
বর্তমানে মজুমদারেরা কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে ক্রয়-বিক্রয় রশিদ ছাড়া বেশি দামে আলু বিক্রি করছে এবং বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে ফেলছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মনি, মো: সাইফুল ইসলাম, তারেক হাসান, অমিত হাসান, আরিফিন রওশন, নিরব রায়হান, রিফাত হোসেন অন্তু, অনিক খান, ফয়সাল আহমেদ, কামরুল হাসান সহ সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, সরকারি কদম রসুল কলেজ, বিুম কলেজের শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধন শেষে আলুর দাম কমিয়ে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন সিসিএস ও সিওয়াইবি এর কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জেলার প্রতিনিধিবৃন্দ।