নারায়ণগঞ্জ মেইল: সিলেটে এমসি কলেজে ও নোয়াখালি বেগমগঞ্জের গৃহবধুকে ধর্ষণ এবং বিবস্ত্রকারীসহ সারা দেশে নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। কিন্তু গণদাবির এই মানববন্ধনের উপস্থিত ছিলেন না সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সাংগঠনিক সম্পাদক সালাম পুত্র আবুল তাছাড়া আশা। মহানগর বিএনপির দ্বিতীয় সারির নেতারা দায়সারাভাবে কর্মসূচিটি সম্পন্ন করেন। তাছাড়া মহানগর বিএনপি নগর ছেড়ে ফতুল্লায় এসে কর্মসূচি পালন করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধাণ অতিথি হিবেসে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, হাজী ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার,
মহানগর বিএনপি নেতা এ্যাড. আনিছুর রহমান মোল্লা, ডা. মুজিবুর রহমান, এ্যাড. সামাদ মোল্লা, রিপন আহম্মেদ, এ্যাড. তরিকুল ইসলাম বুল বুল,, শওকত আলী লিটন, আল আরিফ, কামাল হোসেন, হারুন শেখ, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির বুলবুল, শহীদ মেম্বার, শফিউদ্দিন জুয়েল,
মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, জামাই মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।