নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ বাজারস্থ মুহাম্মদ গিয়াস উদ্দিনের মুক্তিযোদ্ধা নিবাস ভবনে গিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল সৌজন্য সাক্ষাৎ করেন । পরে মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছাকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য জীবন বাজি রেখে রাজপথে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেইসাথে আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে সফল করার লক্ষ্যে সবধরনের সহযোগিতা কামনা করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাবেক যুগ্ম সম্পাদক আবুল হোসেন রিপন,সহ- সম্পাদক জাকির হোসেন সেন্টু, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, যুুুুবদল নেতা সাইফুল ইসলাম আপন, ফয়েজ উল্লাহ সজল, নুরুজ্জামান, শামীম, কামরুল হাসান রনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ হাকিম, খান বাবু, নবী হোসেন নবু, মিনহাজুল মিঠু, জুনায়েদ মোল্লা, ইব্রাহীম, শাহজালাল কালু, ওসমান গনি, ইব্রাহিম, সিফাতুর রহমান রাজু, মিজাম, জামাল প্রধান মোক্তার হোসেন, শাহীন শরিফ, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, রাজু, ইব্রাহীম মোল্লা, শফিকুল ইসলাম, মানিক বেপারী, বিল্লাল হোসেন, ফরহাদ ইসলাম রছি, স্বপন, মিন্টু, লিটন, মিনহাজুল ইসলাম জনি, জহিরুল ইসলাম, তারেক সোবহান বাবু, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, মো. জামান, শামীম, জেকি, হাবিব, হারুন অর রশিদ, রেজাউল করিম রেজা, মোতালেব হোসেন, কামাল হোসেন, মো. শাহিন, বলাই মন্ডল, জহিরুল ইসলাম-২ প্রমূখ।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ নভেম্বর) সাবেক এমপি মো: গিয়াসউদ্দিনকে আহবায়ক ও জেলা যুবদলের আহবায়য়ক গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যের এই কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসললাম আলমগীর। কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন, জুয়েল আহমেদ।