বিএনপি’র সমাবেশে আজাদ পন্থীদের বিশৃংখলা

নারায়ণগঞ্জ মেইল: গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ জুন) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ চলাকালে মঞ্চে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ অনুসারীরা। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দের চেয়ারের পিছনে দাঁড়িয়ে আজাদ পন্থী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অযথা হই হট্টগোল সৃষ্টি করা শুরু করে। এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে চুপ থাকতে বললে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি শুরু হয়।  এসময় মঞ্চে বক্তব্য রাখছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

তখন মঞ্চে থাকা জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজিব এবং জেলা যুবদল নেতা মশিউর রহমান রনি দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সেই সাথে জেলা বিএনপির সিনিয়র নেতারা বিশৃংখলা থামিয়ে সভার কাজ পুনরায় শুরু করেন। পরবর্তীতে অতিথিদের পিছনে না দাঁড়িয়ে মঞ্চের সামনে দর্শকের সারিতে যাওয়ার জন্য একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও বিএনপি নেতাদের সে নির্দেশ মানেননি আজাদ অনুসারীরা। কেন্দ্রীয় নেতাদের সামনে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করাকে কোনভাবেই ভালো চোখে দেখেননি সমাবেশে আগত তৃণমূল নেতাকর্মীরা। ভবিষ্যতে আজাদ অনুসারীদের আরো ভদ্র আচরণ করার আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুুদসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ