‘স্লোগান’ এর বা‌র্ষিক সাধারন সভা ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত ‌

নারায়ণগঞ্জ মেইল: ‘সোনার বাংলা গড়‌তে হ‌লে সোনার মানুষ হই’ এই স্লোগান‌কে অন্ত‌রে ধারন ক‌রে গ‌ঠিত স্বেচ্ছা‌সেবী ও সামা‌জিক সংগঠন ‘‌স্লোগান’ এর বা‌র্ষিক সাধারন সভা ও প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (২৭ রমজান) দেও‌ভোগ আখড়া মোড়স্থ বাগান বিলাস কন‌ভেনশন সেন্টা‌রে এ সাধারন সভা ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত।

বা‌র্ষিক সাধারন সভার সভাপ‌তিত্ব ক‌রেন ‌স্লোগান সদস‌্য মোঃ বেলাল হো‌সেন মিঠু। এসময় উপ‌স্থিত ছি‌লেন স্লোগান সদস‌্য শেখ সাফায়েত আলম সানি, ফাহিম ভূইয়া এমিল, আতাউর রহমান নান্নু, ইশ‌তিয়াক আল কা‌ফি নিশান, সাজ্জাদুল করিম চৌধুরী , শেখ র‌ফিকুল ইসলাম রায়হান, আহমে হৃদয়, বাদল, শামীম হোসেন তারেক, আল মামুন কাউসার, সৌরভ, পারভেজ আহমেদ রওনক, রফিক সাউদ, দেওয়ান মোহাম্মদ শিয়াপ, আল মামুন, মীর সৃজন, ইভান, ইথার, ফারুক, ইরান, বাবু, পিন্টু, রোমান, প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ