সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের স্ত্রীর মৃত্যুতে মৎস্যজীবী দলের শোক

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াস উদ্দিনের সহধর্মিনী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ১৪ জুলাই সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

সাংসদ গিয়াসউদ্দিনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের পক্ষে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ