নারায়ণগঞ্জ মেইল: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় আইনজীবী ফোরাম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এড. শামীমা আখতার শাম্মী বলেছেন, ঢাকাসহ বাংলাদেশের পঞ্চাশটি বারেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক । তাহলে কারো মনে কোন কষ্ট বা দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। যার জনপ্রিয়তা আছে সেই ভোটে যাবে । যে ভালো ভোট পাবে সেই নির্বাচিত হবে। সেখানে কারো কোনো আপত্তি থাকবে না। আর যদি এমনি এমনিই হয়, গোপনে পকেট কমিটি হয় তাহলে অনেকের মাঝে এই প্রশ্ন থেকে যায় । আমরা এইটা চাই না ।
মঙ্গলবার ( ১০ নভেম্বর ) দুপুরে আদালত পাড়ায় এড.সাখাওয়াত হোসেন খানের চেম্বারে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের কমিটি গঠনের লক্ষ্যে এড. সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি পদপ্রার্থী সাবেক সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এড. ওমর ফারুক নয়ন,জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদ, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি এড. কে.এম সুমন প্রমুখ ।
তিনি আরও বলেন, যেহেতু বেশির ভাগ বারেই নির্বাচনের মাধ্যমে ফোরামের কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই নারায়ণগঞ্জেও নির্বাচনের মাধ্যমে আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হোক। সবার অংশগ্রহণের মাধ্যমে ভোটে যার জনপ্রিয়তা আছে সেই বড় বড় পদে নির্বাচিত হবে । আমরা চাচ্ছি আগামী আইনজীবী সমিতির নির্বাচনের পূর্বেই ঢাকা না’গঞ্জসহ অন্যান্য বাকী সকল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করতে।
নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের নির্বাচন ইলেকশন না সিলেকশনের মাধ্যমে হবে এই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেকশনের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে না। আমরা চাচ্ছি নির্বাচন। নির্বাচন ছাড়া এ সমস্যার সমাধান হবে না। নির্বাচন না হলে কারও না কারও একটি গ্রুপের মধ্যে সমস্যা থেকেই যাবে। আমরা চাই এটা যেন না থাকে সকলের অংশগ্রহণে নির্বাচন । সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে । যাকে ভোট দিবে সেই পাস করবে।