মহান বিজয় দিবসে যুবদল নেতা জসিম বেপারীর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবদল কর্মী মোঃ জসিম ব্যাপারী ।

তিনি বলেন, বিজয়ের এই দিনটি শুধু অতীতের স্মরণ নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার দিন।

এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তরুণ সমাজের ত্যাগ ও সাহসিকতার মাধ্যমেই স্বাধীনতা অর্জিত হয়েছে। আজকের যুবসমাজের ওপরই দেশ রক্ষার দায়িত্ব বর্তায় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক ভবিষ্যৎ কামনা করেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ