নারায়ণগঞ্জ মেইল: মাদক, চাঁদাবাজ, ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান।
শুক্রবার ( ১৮ জুলাই ) সকালে রূপগঞ্জের ভুলতা এলাকায় অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে র্যালি করেন সেলিম প্রধান।
র্যালি শেষে বরপা কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের কবর জিয়ারত করেন ও শহীদ ফারহান ফাইয়াজ প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের ফলক পরিদর্শন করেন।
এসময় সেলিম প্রধান বলেন, ফারহান ফাইয়াজের কবর ছুঁয়ে ওয়াদা করেছি রূপগঞ্জে কোন চাঁদাবাজ রাখবো না। যারা চাঁদাবাজি করেন তারা এখনই সব বন্ধ করুন। নয়তো সামনে আপনাদের পরিণতি খারাপ হবে। জুলাই ইস্যুতে চাঁদাবাজি করা যাবেনা। জুলাই বীরদের সম্মান করতে হবে।
দল মত নির্বিশেষে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে কাজ করতে হবে। দেশকে ভালবাসতে হবে। কে কোন দল এটা না দেখার সময় নেই। সবার আগে আমার দেশ।