খাদ্যবান্ধব কর্মসূচীর স্মার্ট কার্ড বিতরণ করলেন ডিসি

নারায়ণগঞ্জ মেইল: খাদ্যবান্ধব কর্মসূচীতে ১০ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি চাল উপকারভোগীদের মাঝে ডিজিটাল স্মার্ট (কিউ আর) কার্ডের মাধ্যমে বিতরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। সোমবার দুপুরে ফতুল্লার কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণী উদ্বোধন করা হয়। এই স্মার্ট কার্ডের মাধ্যমে কোন প্রকার দূর্নীতি ছাড়াই সদর উপজেলার ১৩ হাজার ৯শ ৮৩টি পরিবার প্রতি মাসে ১০ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি চাল পাবেন।

ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসন জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার হিসেবে আপনাদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আপনাদের জন্য মাত্র ১০ কেজি দরে চালের ব্যবস্থা করেছেন। আপনাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে।

দায়িত্বগুলো হলো- আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয় সেদিকে খেয়ার রাখতে হবে। ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধে কাজ করতে হবে। এসময় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচীর আওয়াত কাশীপুরের চালের ডিলার আল-আমিনের প্রশংসা করেন জেলা প্রশাসন জমিস উদ্দিন। এবং সকল ডিলারকে আল-আমিনের মত সৎ ও পরিশ্রমি হওয়ার আহবান জানিয়েছেন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আক্তার হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ূব আলী, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, চালের ডিলার ও কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন, ২নং ওয়ার্ড মেম্বার, ৪নং ওয়ার্ড মেম্বার পলাশ মোস্তফা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব সৌরভ প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ