নারায়ণগঞ্জ মেইল: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১০ ফেব্রুয়ারি বুধবার রাতে উপজেলার সাদিপুর এলাকায় এই মশাল মিছিল করেন নেতাকর্মীরা। ওই সময় তারা নানা শ্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম জনি, শাকিল আহমেদ ভূইয়া, আবু তাহের রিফাত, আলমগীর খান, জাফর আহমেদ তুষার, আরিফুল ইসলাম রাজ, শরীফ হোসেন, মাসুদ রানা, রনি, রাকিব সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মী।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিল করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তার রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। একইসঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে।