বিজয় দিবসে কোরআন শরিফ বিতরণ করেছে ‘স্বপ্নের সোনারগাঁ’

নারায়ণগঞ্জ মেইল: ৩০ লক্ষ শহীদের রক্ত আর আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাকিস্তানী স্বৈরশাসসের বিরুদ্ধে অর্জিত বিজয়ের দিন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সারাদেশের মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।

এরই মাঝে নারায়ণগঞ্জ এর সোনারগাঁ উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁ এর সমাজকর্মীরা বিশেষ এ দিনটিকে পালন করেছে গতানুগতিক আঙ্গিকের চেয়ে ভিন্নধর্মী উদ্যোগ ও পরিকল্পনায়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি সোনারগাঁয়ে মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ১৬ টি পবিত্র কুরআন বিতরণ ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ এর আয়োজন করে।

স্বপ্নের সোনারগাঁ এর সমাজকর্মীরা জানান , মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধারা যেন মাদরাসার ছাত্রদের পবিত্র কোরআন তেলাওয়াতের বিনিময়ে মহান আল্লাহর নৈকট্যলাভ করেন ও তাদের বিদেহী আত্মা শান্তিতে থাকে, মূলত সেই কারণেই এমন উদ্যোগ নেয়া হয়েছে সংগঠনটি থেকে। স্বপ্নের সোনারগাঁ সংগঠনটি সোনারগাঁয়ের বিভিন্ন জনকল্যান ও সমাজকল্যানমূলক কর্মকান্ডে বিগত ২ বছর যাবত কাজ করে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ