কারামুক্ত যুবদল নেতা স্বপনকে পারভেজ ও রাজের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: দীর্ঘ একমাস ৫দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তিনি । রূপগঞ্জ থানা মামলা নং ১৬। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান যুবদল নেতা স্বপন । পরে দুপুরে উচ্চ আদালতের জামিননামা কারাগারে পাঠানো হলে সন্ধ্যায় জামিনে বের হয়ে আসেন।

এসময়ে জামিনে কারামুক্ত যুবদলনেতা শহিদুর রহমান স্বপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ।

যুবদল নেতা স্বপনকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান । পরে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন।

উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন, পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক রাসেল রানা,সহ সম্পাদক সেলিম হোসেন দিপু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, নুরে ইয়াসিন নোবেল, কামাল হোসেন, যুবদল নেতা আবু মাসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, রাকিব হাসান রাজ প্রমুখ।

প্রসঙ্গত, গত (৫ নভেম্বর) দিবাগত রাতে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে শহিদুর রহমান স্বপনকে প্রধান আসামী করে ১০১ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার বাকী আসামীরা হলেন, বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমেদ,জেলা যুবদল যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সজীব, নারায়ণগঞ্জ যুবদল নেতা দুলাল, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনির নাম উল্লেখ্য করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর প্ররাচনায় বিদেশে অবস্থানরত তাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে শলা পরামর্শ করিতেছে । গোপন সংবাদে এমন খবর পেয়ে অভিযান চালায় ভুলতা ফাঁড়ির পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ