কেককেটে তারেক জিয়ার জন্মদিন পালন করলো সোনারগাঁ উপজেলা যুবদল

নারায়ণগঞ্জ মেইল:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার ( ২১ নভেম্বর ) বিকেলে কাঁচপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন সহ সকল রাজবন্দিদের মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. কাওসার, জামপুর ইউনিয়ন যুবদল নেতা পনির হোসেন মিন্টু, নয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক, শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা এমদাদ, গফুর, জুয়েল সরকারসহ যুবদলের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ