উদীয়মান মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের গণসংযোগে ব্যাপক সাড়া

নারায়ণগঞ্জ মেইল: সোনারগাঁ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ শুরু করছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সম্ভাব্য তরুণ মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন । মাঠ গোছাতে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে নিজের পরিচয় তুলে ধরছেন তিনি।

সোমবার ( ৯ নভেম্বর) বিকালে এক হাজার নেতা-কর্মী বিশাল মিছিল নিয়ে পৌরসভার যাদুঘর এক নম্বর গেইট থেকে টিকরদী হয়ে গোয়াদলীসহ খানমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মোহাম্মদ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। বর্তমানে কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক।

সোনারগাঁও পৌরসভা মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন জানান, আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করিতেছি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যদি সোনারগাঁও পৌর বাসীর সেবক হিসেবে আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেন, আমি সোনারগাঁও পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দিতে চেষ্টা করব। যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, আমি তার হয়ে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। সে কারণেও আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এছাড়াও আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলের জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছি। দায়িত্বশীল কর্মী বিবেচিত হলে আমি ইনশাআল্লাহ দলের মনোনয়ন পাবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ