আকরামের মুক্তির দাবিতে সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১০ জুলাই শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এই বিক্ষোভ মিছিল করা হয়।

তারা জানিয়েছেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নির্দেশনায় আকরামুল ইসলাম মিন্টুর গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সোনারগাঁও থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল করা হয়।

এতে উপস্থিত ছিলেন- সোনারগাঁও থানা ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, শাকিল আহমেদ ভূঁইয়া, জাফর আহমেদ তুষার, আলমগীর হোসাইন খান, আমিনুল ইসলাম, নাহিদ হাসান, মোঃ শরিফ, মাসুদ রানা, সজীব, ইয়াছিন, নাসির হোসেন, রাব্বি হোসেন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ