প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ যুবদলের দোয়া

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও কেক কাটার আয়োজন করেছে সোনারগাঁ থানা যুবদল। মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে কাঁচপুরে এ আয়োজন করা হয়।


নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য আজহারুল ইসলাম মান্নান। উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা, মুশফিকুর রহমান মোহন, সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফ প্রধান, আশরাফ মোল্লা, সাজ্জাদ চৌধুরী চপল, কামাল হোসেন ও আমির হোসেন। কার্যকরী সদস্য শাহিন আলম জোবায়ের, আমজাদ, সুমন মিয়া, আলমাস, আতাউর রহমান, খন্দকার রেজাউল, অলিউর রহমান।


আরো উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন বেপারী, বারদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. সানোয়ার, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান আপেল, যুবদল নেতা বাবুল হোসেন, আ: গফুর, এমদাদ, জুয়েল রানা, আনোয়ার হোসেন, দেলোয়ারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন সোনারগাঁয়ে বিএনপির মূল দলের কোন অস্তিত্ব নেই। যারা কমিটি আনতে কেন্দ্রের দুয়ারে দুয়ারে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলছি, কেন্দ্র কমিটি দেবে না, কমিটি দেবে সোনারগাঁয়ের নেতাকর্মীরা। তাই সোনারগাঁয়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশে দাড়ান। তাদেরকে ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করুন। ব্যক্তির পিছনে না ঘুরে দলের জন্যে কাজ করুন। কাজের মূল্যায়নেই আগামী দিনে সোনারগাঁয়ের নেতাকর্মীরা তাদের নেতৃত্ব বাছাই করে নিবে।


এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সুলতান সালাউদ্দিন টুকুর সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং কেক কেটে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ