সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এক হওয়ায় আমার দায়িত্ব বেড়ে গেছে: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সোনারগাঁয়ে আমিসহ অনেক যোগ্য প্রার্থী। সবাই মনোনয়ন প্রত্যাশী। এদের মধ্যে যে মনোনয়ন পাবে তাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমার জন্য না, আমি সকলের জন্য ভোট চেয়ে গেলাম। 

সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই আয়োজন করা হয়।

গিয়াসউদ্দিন বলেন, সিদ্বিরগঞ্জ ও সোনারগাঁ একত্রে হওয়ায় আমার দায়িত্ব বেড়ে গেছে। আমি সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছি। সে হিসাবে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা আমার দায়িত্ব ও কর্তব্য। যদি বিএনপির প্রার্থী এখানে বিজয় লাভ না করে অনেকের চাইতে বেশি মান সম্মান নষ্ট হবে আমার ও সমালোচিত হবো আমি। আমি চেষ্টা করবো ৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থীকে বিজয়ী করার জন্য। আপনারাও বিএনপির প্রার্থীর জন্য কাজ করবেন। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। দলীয় নেতাদের সমালোচনা করবো না। যদি করি তাহলে দলের ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে। আমরা ঐক্যের বন্ধনে কাজ করতে চাই। 

সোনারগাঁ থানা যুবদল নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক সহীদূর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, থানা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, প্রতিষ্ঠাকালীন সদস্য থানা যুবদলের লায়ন শফিকুল ইসলাম নয়ন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, সম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাউসার আহমেদ, যুবদল নেতা এমদাদ হোসেনসহ এলাকার গন্যমান্য মুরুব্বি ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ