নারায়ণগঞ্জ মেইল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন সোনারগায়ের মোগড়াপাড়ায় এক অনুষ্ঠানে বলেছেন, সোনারগাঁয়ের প্রত্যেক নেতাকর্মীকে মর্যাদা দিতে হবে। কে কার লোক এটা ভাবলে চলবে না। কেউ যদি এর বাইরে কাজ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। একটা নেতাকর্মীকেও অবমূল্যায়ন করা যাবে না। যারা সৎ ও আদর্শবান তাদেরকে দিয়ে দল গঠন করতে হবে।রাজনীতি হবে বিএনপির, কোনো ভাইয়ের রাজনীতি চলবে না। সোনারগাঁয়ে নেতৃত্বের পরির্বতন আনা হবে এবং নেতৃত্বকেও গতিশীল করা হবে।
সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, নাসির উদ্দিন, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটি সদস্য, আমির হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।