নারায়ণগঞ্জ মেইল: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁ থানা ও পৌর বিএনপি এবং অংগসংগঠনের উদ্যোগে আলোচনা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুরে এই আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল ইসলাম, সোনারগাঁ থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিরুদ্দিন, সোনারগাঁ থানা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম কিরন, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম প্রধান।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদল নেতা মোকসেদ আলম, রবিউল ইসলাম, আতাউর রহমান আপেল, জাহাঙ্গীর, রফিকুল ইসলাম, রাসেল, মতিউর রহমান, সোনারগাঁও থানা ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, মাসুদ, ফাহিম হোসেন, আলী মনসুরসহ সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায়, ৭১’ এর মুক্তিযুেদ্ধ জীবনদানকারী বীর শহীদগণ, ৯০’ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং দুস্থ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।